গৌরীপুরে ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা দণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে শাপলা ব্রিকস নামে এক ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নিকহাত আরা।

জানা যায়, ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে শাপলা ব্রিকস নামের ইটভাটা ব্যবসা পরিচালনা করছিল। খবর পেয়ে বুধবার দুপুরে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার মালিককে ৫০ হাজার টাকা দণ্ড প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নিকহাত আরা বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইট নির্মাণ করায় এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Share this post

scroll to top