বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালন

সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে আজ ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। এই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জে ”সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে বকশীগঞ্জ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা সভাপতিত্ব উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় , এ সময় প্রধানঅতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রতাপ নন্দী, নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ওসি আব্দুর রহিম, সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

উক্ত আলোচনায় বক্তারা, সরসারি সেবা পেতে সমাজের সর্বস্তরের মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার প্রতি পরামর্শ দেন। সেই সাথে নিবন্ধন সহজীকরণ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

Share this post

scroll to top