ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি সরকারি কলেজের ছাত্র রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের ছাত্র-ছাত্রী ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দুপরে ফুলপুর সরকারি কলেজ গেটে মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলসহ ফুলপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
এরপর রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের বিরুদ্ধে ফাঁসির দাবি তুলে বক্তব্য রাখেন কলেজছাত্র হুমায়ুন, সংগ্রাম, সিদ্দিক, কবির সবুজ, রায়হানের নানী কমলা খাতুন, ছোটভাই আরাফাত প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রায়হানের খালা মাহমুদা, ভাই মিজানুর রহমান, সোহাগ, কলেজছাত্র নেতা সাদেক, আবু সালেহ, হোরাইরা, তারিক, মোস্তাকীম, নাঈম, নোমান, বক্কর, পলাশ, মেরাজুল, টিটু, অনিক হাসান হৃদয়, সাকিব, রায়হান, কলেজছাত্রী তারিন, লিজা, সালমা, সাবিনা, তানিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার পায়ের ওপর সাইকেল উঠিয়ে দেওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মারামারিতে আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রায়হান মারা যান। বিক্ষোভ মিছিলের সময় ফুলপুর থানা পুলিশের উপ পরিদর্শক সাইদুল ইসলাম, কবির হোসেন সোলায়মান হক প্রমুখও উপস্থিত ছিলেন।