করোনা মহামারির কারণে দীর্ঘ ৫৬৪ দিন পর খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। আজ সকাল থেকেই হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুল, চকলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে বরণ করে নিয়েছে।
এদিকে হল খুলে দেয়ার পর পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো। সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে এ কথা কথা বলেন উপাচার্য। তিনি বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের।