শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর দলকে উজ্জীবিত করার চেষ্টা চালিয়েছেন কোচ অস্কার ব্রুজন। জামাল ভূঁইয়াদের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বলেছেন। বাংলাদেশের সদ্য নিযুক্ত কোচের কথার মান রেখেছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারতের বিপক্ষে জয় না পেলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখে পয়েন্টে ভাগ বসিয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় ব্রুজনের শিষ্যরা। ধাক্কা সামলে শেষ অংশে ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
গোটা ম্যাচে ভারতের আধিপত্য ছিল। ৬৮ শতাংশ বল দখলে রেখে বাংলাদেশের গোলবারের উদ্দেশ্যে ১২টি শট নেয় তারা।