ময়মনসিংহে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় আজাদ বেকারিকে জরিমানা

ময়মনসিংহে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরী ও পোড়া তৈল ব্যবহার করায় নগরীর আজাদ বেকারিকে-ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ বলেন, ‘ওই বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা হচ্ছিলো। সেখানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

Share this post

scroll to top