যশোরের চৌগাছায় সন্তানকে বাঁচাতে এক মায়ের আকুতি। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে সর্বশান্ত হয়েছেন।
জানা যায়, অসুস্থ্য মাহমুদ হোসেন (১১) পৌর এলাকার জিওয়লগাড়ি গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে জন্ম থেকেই হার্টের রোগে ভুগে আসছে।
দিনমজুর পিতা সর্বস্ব বিক্রি করে হাসপাতাল তার চিকিৎসা করিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার হার্ট ছিদ্র হয়ে গেছে। চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। দীর্ঘদিন চিকিৎসা করার পরও সে সুস্থ হতে পারেনি।
তার চিকিৎসায় প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরোপুরি সুস্থ করতে হলে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর এ জন্য দরকার আরো প্রায় ৪ লাখ টাকা। কিন্তু এতো টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সন্তানকে বাঁচাবার জন্য তার পরিবার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
বর্তমানে মেধাবী স্কুলছাত্র মাহামুদ চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। শিশু মাহমুদের মা রুবিনা খাতুন জানান, মাহমুদকে চিকিৎসা করতে গিয়ে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছেন তাকে উন্নত চিকিৎসা করালে সে সেরে উঠবে। সে জন্য প্রায় ৪ লাখ টাকার দরকার। তিনি সমাজের বিত্তবান মানুষদের নিকট ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন। তিনি বলেন, আপনারা আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করুন।
কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান বলেন, মাহমুদ নম্র-ভদ্র ও মেধাবী ছেলে। আমরা সকলেই চাই সে সুস্থ হয়ে আবার স্কুলে আসুক।
সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-২০৫০২৭৫০২০২৫২৪৯০৫, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা, যশোর। মোবাইল-০১৭৯২০৪১৮৩৯।