ঢাকাSunday , 10 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছুটির দিনে ভাবেছেন পার্টি করবেন? জানেন নিজের কতটা ক্ষতি করে ফেলবেন!

Link Copied!

শুক্রবার মানেই তো ছুটির দিন৷ এই দিনটা যদি একটু নিজের মতো করে কাটানো যায় তবে কেমন হয়? শুধু একটা শুক্রবার নয় আপনি এটি বাকি ছুটির দিনগুলিতেও করে দেখতে পারেন৷ দেখবেন অনেক উপকার পাবেন৷ শুধু তাই নয় পরের দিন অর্থাৎ শনিবার কাজ করতে অনেক ভালোও লাগবে৷

সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ুন৷ যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান দেখবেন অনেকটা সময় হাতে পাচ্ছেন আপনি৷ ছুটির সকালটা চেষ্টা করুন বাড়িতে থাকতে৷ আরাম করুন, ঘুমান, খান, টিভি দেখুন৷ নিজের যত্ন করুন, রূপচর্চা করুন৷ ছুটির দিনে দুপুরে খাবারটা চেষ্টা করুন বাড়িতে খাওয়ার৷ সময় ভালো কাটলে দেখবেন নিজেকে ফ্রেশ লাগছে৷ গান শুনুন অবশ্যই৷ মনটা চাঙা হবে৷

বিকেলে চেষ্টা করুন একটু বাইরে ঘুরতে যেতে৷ বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে৷ বাইরে গেলে ভালো লাগবে৷ দেখে ফেলতে পারেন একটি সিনেমাও৷ তবে হ্যাঁ রাতের আগে বাড়ি ফিরে যাবেন৷ নিজের শখের কাজগুলো করুন। আগামী সপ্তাহের কিছু কাজ এগিয়েও রাখতে পারেন।

ছুটির দিনে রাত হলেই পরের দিনের কথা ভেবে মন খারাপ হয়? তাহলে বসে আগামী ছুটির দিনের প্ল্যান সেরে ফেলুন৷ দে খবেন বেশ চাঙা লাগছে৷পুরো সপ্তাহ কী কী কাজ করবেন? কেমন খাবার মেনুতে রাখবেন? এমনকি কী পোশাক পরবেন? সেটির একটা তালিকা তৈরি করে ফেলতে পারেন৷ এতে পুরো সপ্তাহ আপনাকে কোন ধরনের চিন্তা করতে হবে না৷ দেখবেন তাড়াহুড়ো না করে স্বস্তিতেই সব কাজ করতে পারছেন৷

ছুটির দিনে প্রযুক্তির ব্যবহার কমিয়ে দিন৷ সপ্তাহের পুরোটা সময় তো প্রযুক্তি নির্ভর থাকিই৷ তাই অন্তত ছুটির সময়টাতে এর ব্যবহার কমিয়ে আনা প্রয়োজন৷ পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া কোনও খেলায় মেতে উঠতে পারেন৷ যেমন- লুডু, ক্যারাম, দাবা ইত্যাদি৷ ছোটবেলার মজার মজার স্মৃতি নিয়ে আড্ডা জমে যেতে পারে৷ এতে পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় কিংবা সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।