গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্তে কেউ মারা না গেলেও করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা এবং মহিলা।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩০ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগষ্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃত ব্যাক্তি হলেন-ময়মনসিংহ সদরের রাশিদা (৩৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৮ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৭৭ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৪ জন।