সারা জীবন ধরে তোমাকেই খুঁজেছি, কাকে ট্যুইট করলেন অনুষ্কা

নতুন মানুষকে খুঁজে পেলেন অনুষ্কা! আর তাঁকে পেয়ে অনুষ্কার উচ্ছাস ছড়িয়ে পড়ল গোটা নেট দুনিয়ায়৷ ট্যুইট রি-ট্যুইটে ভরে উঠল নেট দেওয়াল৷ ব্যাপারটা আর কিছুই নয়৷ হুবহু অনুষ্কার মত দেখতে গায়িকা জুলিয়া মিশেলকে৷ একদিকে অনুষ্কার ছবি, অন্যদিকে নিজের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি৷ বলাই বাহুল্য, সে পোস্ট নেটিজেনদের চোখ এড়ায়নি৷

গত মঙ্গলবার জুলিয়ার করা ট্যুইটের উত্তর দেন অনুষ্কা৷ লেখেন তোমাকেই খুঁজে এসেছি আমি সারা জীবন ধরে৷ এরকমই অবিকল দেখতে আরও ৫ জনকে খুঁজে চলেছি এখনও৷

তবে তাঁদের দুজনের মুখের সাদৃশ্য অবাক করার মতই৷ চুলের রংয়ের পার্থক্য ছাড়া প্রায় একই দেখতে দুজনকে৷

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top