নেত্রকোনা সীমান্ত থেকে ১১ ভারতীয় গরু জব্দ

দুর্গাপুর সীমান্তে ১১ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুর সিজার মূল্য চার লক্ষ ৪০ হাজার। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে নলুয়াপাাড়া বিওপির (বর্ডার অবজারবেশন) নায়েব সুবেদার ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে আট সদসস্যে বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল।

গত বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে নিজস্ব গোয়েন্দ তথ্যে সীমান্ত পিলার ১১৬০/২-এস হতে আনুমানিক আড়াইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদামবাড়ী স্থান হতে ১১টি গরু জব্দ করে।

জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য চার লক্ষ ৪০ হাজার টাকা এবং এগুলো নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে বিজ্ঞপ্তি থেকে।

Share this post

scroll to top