ময়মনসিংহে বসে ঢাবির ভর্তি পরীক্ষা দিলো পৌনে আট হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে ভোগান্তি আর হয়রানির কবল থেকে মুক্তি পেলো ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা। নিজ বিভাগে বসে ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে পেরে যেমন খুশি হয়েছে, অভিবাকরাও তৃপ্তি পেয়েছে সন্তানদের সাথে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পেরে।

শুক্রবার (১অক্টোবর) সকাল ১১ টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ) যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের জন্য পরীক্ষার আসনের ব্যবস্থা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর এতে করে ৭ হাজার ৮১২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি মাসের ২, ৯, ২২ ও ২৩ তারিখে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ অঞ্চলের মোট ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।

বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ১৩টি ভবনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেয়া হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোও নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন করা হবে।

Share this post

scroll to top