বকশীগঞ্জে ভুল বিকাশে টাকা চলে যাওয়া উদ্ধার করে দিল পুলিশ

জামালপুরের বকশীগঞ্জে শাহরিয়ার নামে এক ব্যাক্তির ২২ হাজার টাকা ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া উদ্ধার করে ফেরত দিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান,গত ১৭ আগস্ট বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া এলাকার ব্যাবসায়ী শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ারের ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে বিকাশে টাকা পাঠানোর সময় ভুল বশত অন্য একটি নম্বরে ২২ হাজার টাকা চলে যায়।পরবর্তীতে উক্ত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেলে শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি করেন। তার প্রেক্ষিতে বকশীগঞ্জ থানার এএসআই জুবায়েল খান প্রযুক্তির মাধ্যমে উক্ত টাকা উদ্ধার করেন। টাকা উদ্ধার করে বিকেলে প্রকৃত মালিক শহিদুল ইসলাম ও তার ছেলে শাহরিয়ারেরকে বুঝিয়ে দেয়া হয়।

টাকা ফিরে পেয়ে শহিদুল ইসলাম বলেন,আমি কল্পনাও করতে পারিনি যে, ভুল নম্বরে যাওয়া টাকা আবার ফেরত পাব। টাকা উদ্ধারে সার্বিক সহযোগিতা করায় তিনি থানার ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানান।

Share this post

scroll to top