পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। তারই ধারাবাহীকতা আজ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ এ দিবসটি পালিত হয়েছে।
“আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ‘ ডিজিটাল বাংলাদেশ গড়বো “এই স্লোগান কে সামনে রেখে জামারপুরের বকশীগঞ্জেও উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।
দিবসটি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলে সহকারী কমিশনার (ভূমি) সিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।