ময়মনসিংহে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও নাহিদ ও সাগর নামে দুই যুবককে হত্যার ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার রিশাদ ও স্বাধীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বুধবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ড. রাশেদ হোসাইন জবানবন্দি গ্রহন করেন। এর আগে মঙ্গলবার মামলার অপর তিন আসামী হাসান, মোহাম্মদ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও বাঁধা দেয়ায় দুইজনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দুইদিন পর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে।