ময়মনসিংহে মায়ের সাথে অভিমানে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহে পড়াশুনার জন্য বকা দেয়ায় মায়ের সাথে অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত তানজিনা আক্তার দিয়া (১৬) নামের ওই ছাত্রী  ময়মনসিংহ সদরের কাশর এলাকার টেংগু বাড়ি অনন্যা আবাসিক এলাকার দুলাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গতকাল সোমবার সৌদি আরবের রিয়াদ থেকে বাড়ি ফিরেন তানজিনার বাবা দুলাল উদ্দিন। এদিকে বিদেশে ফেরত বাবাকে পেয়ে  মেয়ে তানজিনা পড়াশুনা না করায় মঙ্গলবার সকালে মা বকাঝকা করেন। এক পর্যায়ে তানজিনা তার রুমের  দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুঁলে থাকতে জানালা দিয়ে দেখতে পায় ১০ বছর বয়সী ছোট বোন দিহান । পরে এলাকাবাসী ও পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তরুণীর লাশ উদ্ধার করে।

২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন ময়মনসিংহ লাইভকে বলেন, পড়াশুনার জন্য মায়ের বকাবকির কারণে আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা তা সুরতহাল রিপোর্টে পেলে  বলা যাবে।

Share this post

scroll to top