স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূঁজা উদযাপিত হচ্ছে ময়মনসিংহে। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় চলছে অস্থায়ী মন্ডপ স্থাপন করে পূঁজার্চনা।
রোববার সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মন্ডপ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, রয়েল মিডিয়া কলেজ, জিলা স্কুল, মৃত্যুঞ্জয় স্কুল, দূর্গাবাড়ী মন্দির, সহসহ মন্ডপে মন্ডপে শিক্ষার্থীসহ পূঁজারীরা ব্যস্ত বিদ্যা দেবীর আরাধনায়। এছাড়া ঘরোয়াভাবেও অনেক পরিবার এই পূঁজার আয়োজন করছে।