ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত বাড়ির টয়লেটের পাশে গাঁজার চাষের অপরাধে আমিনুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আমিনুল চর কামারিয়া গ্রামের ভাটি পাড়া এলাকার মো.আবুল হাসেমের ছেলে।
রোববার (২৬ সেপ্টেম্বর) আমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর কামারিয়া গ্রামের ভাটিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ আমিনুলের বসত বাড়ির টয়লেটের আশপাশ থেকে ১৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় , আমিনুল ইসলাম গোপনে বসত বাড়ির টয়লেটের পাশে গাঁজার চাষ করেছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে থানার এসআই মনজুর রহমান ও এএসআই আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আমিনুলকে আটক করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার বলেন, টয়লেটের চারদিকে বেড়া দিয়ে গাঁজা চাষ করে বিক্রি করতেন আমিনুল। এলাকাবাসীকে বলতেন সবজি চাষ করেছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।