ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটিতে মাথা উল্টো অবস্থায় পুঁতে রাখা মাজহারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের দলি বিল থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত মাজহারুল বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত মিয়া বক্সের ছেলে। তিনি স্থানীয় মাইজহাটি বাজারে রড, সিমেন্ট ও টিনের ব্যবসার পাশাপাশি মৎস খামার গড়ে তুলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে মাজহারুল বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে দলি বিলে তার মৎস্য খামারে মাছের খাবার দিতে যান। কিন্তু দীর্ঘ সময় পরেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন মৎস খামারে গিয়ে দেখেন মাজহারুলের মাথা মাটিতে উল্টোভাবে পুঁতে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে মাজহারুল দৈত্য-দানবে মেরে মাথা উল্টো করে মাটিতে পুঁতে রেখেছে এমনটিই প্রচার করা হচ্ছে এলাকায়। তবে সচেতন মহল মনে করছেন, তার মৃত্যুটি রহস্যজনক। হয় তাকে কেউ মেরে ফেলেছে, না হয় তিনি স্টোক করে মারা গেছেন।
নিহত মাজহারুলের দূরসম্পর্কের ভাগ্নে আব্দুল আহাদ বলেন, ওই বিলে আমারও একটি পুকুর রয়েছে। দীর্ঘ সময় ধরে মামা (মাজহারুল) তার খামারে মাছের খাবার দিয়ে ফিরে না আসায় আমি অন্য একজনকে জিজ্ঞাসা করি মামা তো এতো দেরি কখনো করেন না। পরে ওই ব্যক্তির পরামর্শে খামারে গিয়ে দেখি তিনি মাটিতে মাথা উল্টোভাবে থাকা অবস্থায় পড়ে আছেন।
এ ব্যাপারে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা গফরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বলেন, শুনেছি মাছের খামারে খাবার দিতে যাওয়ার পর তার মাথা উল্টিয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে । লোকজন বলছে তাকে জিন মেরে ফেলেছে।
এসব কথা বিশ্বাসযোগ্য কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।