বকশীগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। এ সময় তিনি বর ও মেয়ের পরিবারের কাছে মুচলেখা নিয়ে বিয়েটি বন্ধ করেন।
ঘটনা সূত্রে জানায়, বকশীগঞ্জ পৌর শহরের কোহীনুর মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর সংঙ্গে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর এলাকার খোরশেদ আলীর ছেলে মো: হাবিবুল্লাহ মোরাদের সংঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছে। গোপন সূত্রে এ খবর পান বকশীগঞ্জ নির্বাহী কর্মকর্তার। খবর পেয়েই তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন।
বকশীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাদের মুচলেখা নিয়া হয় এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।