উপমহাদেশের প্রখ্যাত আলেম, বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী হজরত মাওলানা শামছুুল হুদা পাঁচবাগী (রহ:) এর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহ শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। জ্ঞানতাপস মাওলানা শামছুল হুদা পাঁচবাগী আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য অত্যাচারী জমিদার ও সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য জমিদার, সরকারের বিরুদ্ধে এক হাজার একুশটি মোকদ্দমায় বিজয়ী হয়ে কিংবদন্তিতে পরিণত হন।
শেরে বাংলা ও মওলানা ভাসানীর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা শামছুল হুদা পাঁচবাগী, ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় নিজের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির বিশাল আঙ্গিনায় মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের অগণিত মানুষকে আশ্রয় ও আহার দিয়ে তাদের জীবন বাঁচাতে সাহায্য করেন।
হজরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহ:) ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচবাগ, গফরগাঁও, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মাতৃভাষা পরিষদ, আবু সাঈদ চৌধুরী স্মৃতি পরিষদ, বুদ্ধিজীবী সংসদ, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি, জাতীয় হোমিও মেডিক্যাল পরিষদ ও উলফত রানা জাদুঘর পৃথক পৃথক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।