গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, আমাকে ও আওয়ামী লীগ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আমার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। যারা ফেসবুকে ও ইউটিউবে মিথ্যাচার করছেন দয়া করে ডিলিট করে দেন। মিথ্যা অপবাদ না দিয়ে আসুন কাজ করি, এখন কাজের সময়। আমাদের সবার দায়িত্ব দেশ ও নগর উন্নয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বাস্তবায়ন করা। আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে মেয়র জাহাঙ্গীর আলমের ভেরিফাইয়েড ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে মেয়রকে হেয় করে প্রতিপক্ষের অপপ্রচারের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও আমার নাম জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট কথা ফেসবুকে ছেড়েছে প্রতিপক্ষরা। আমার ও আমাদের, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম নিয়ে আমাকে কীভাবে ছোট করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায়- সেই কৌশল হিসেবে বিভিন্ন কথা এডিট করে, নকল করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উন্নয়নে বাধা দিতে এমনটি করছে উল্লেখ করে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শেখ হাসিনার দেয়া গ্রামকে শহর করা প্রকল্প ও আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং বিরোধীদের পক্ষে মহলটি অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাজীপুরের উন্নয়নে গ্রামকে শহর করতে অর্থ দিয়ে সাহায্য করছেন ঠিক সেই মুহূর্তে সরকারকে, আওয়ামী লীগকে ও আমাকে আমাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। সেজন্য আবারো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অপপ্রচারকারীদের উদ্দেশে মেয়র বলেন, আমার অস্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার শহিদের পর আমার জন্ম। রাজনৈতিক জীবন শুরু ছাত্রলীগ দিয়ে। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির মেয়র পদে নির্বাচন করার জন্য প্রার্থী করেছেন। সবার সহযোগিতায় সিটির মেয়র নির্বাচিত হয়েছি। গাজীপুর সিটির ব্যাপকভাবে উন্নয়নে মহলটি বাধাগ্রস্ত করতে জোর অপচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।