আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে পাঁচটি পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এসব ঘটনা ঘটে। খবর টোলো নিউজের।
শহরের বিভিন্ন অংশে চারটি বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে এদিন সকালে সীমান্তরক্ষীদের ঘাঁটির কাছাকাছি একটি এলাকায় এক বন্দুকধারীর হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
এসব হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জানান, হতাহত সবাই বেসামরিক নাগরিক। তালেবানের কেউ হতাহত হননি।
বিস্ফোরণ ও বন্দুকধারীর হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।
এর আগে নানগারহারে হামলার দায় স্বীকার করেছিল আইএস। আগস্টে কাবুল বিমানবন্দরে হামলার দায়ও স্বীকার করেছিল গোষ্ঠীটি।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিহুল্লা মুজাহিদ আফগানিস্তানে দায়েশ আর হুমকি নয়, তালেবান তাদের ঠেকাতে যথেষ্ট— এ মন্তব্য করার পর হামলার ঘটনা ঘটল।