সৌদি আরবে সড়ক দুর্ঘট্নায় গফরগাঁওয়ে যুবক নিহত

সৌদি আরবে আবারো সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তামজিরুল ইসলাম (৩০) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামের দুলাল উদ্দিনের বড় ছেলে। গত ২০ সেপ্টেম্বর সোমবার জিদান বিমানবন্দরে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তামজিরুল মারা যান।

নিহতের বাবা দুলাল উদ্দিন এ সংবাদটি নিশ্চিত করে বলেন, তামজিরুল জমি বন্ধক রেখে কয়েক লাখ টাকা খরচ করে ২০১৭ সালে সৌদি আরবের জিদান শহরে পাঠাই। সৌদির জিদান বিমানবন্দরে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে আসছিল তামজিরুল।

জানা যায়, গত সোমবার সৌদির জিদান বিমানবন্দরে কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও লাইট সেটিংয়ের জন্য কোমড়ের বেল্ট বেঁধে উঁচুতে ওঠেন। হঠাৎ বেল্ট ছিড়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পাওয়ায় পর তামজিরুলের মা-বাবা শোকে পাগল প্রায়।

Share this post

scroll to top