নজরুল বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: আব্দুল হালিম। আজ ২০ সেপ্টেম্বর জাককানইবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় আইন সংবিধান ও সরকারি বিধি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর তারিখে পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহার চাকুরির মেয়াদ ৬০ বছর পূর্ণাঙ্গ হয়ে ২০ সেপ্টেম্বর তারিখ হতে এক বছরের পিআরএল শুরু হলো। দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতার স্বার্থে ২০ সেপ্টেম্বর তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম।

বিশ্ববিদ্যালয় আইন- ২০০৬ এর ধারা ১১(১০) মোতাবেক উপাচার্যের ক্ষমতাবলে পরবর্তী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ আদেশ জারি করা হয়।

Share this post

scroll to top