সোনাগাজীর হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ রয়েছে। এসএসসি পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার হওয়া উম্মে তানজিনা জাহান শনিবার দুপুরে হল থেকে বের হওয়ার পর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ছাত্রীর পরিবার সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করে।
নিখোঁজ ছাত্রীর ভাই রাকিব হোসেন বলেন, সরকারী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে পায়ের নিচে নকল পাওয়ার অভিযোগে তানজিনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিষ্কার করে। বহিষ্কারের পর ম্যাজিস্ট্রেট তানজিনাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বকাঝকা করলে রাগে ক্ষোভে সে হল থেকে রেরিয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সে উপজেলার আমিরাবাদ ইউপির আহম্মদপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।
ছাত্রীর পরিবারের অভিযোগ অস্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার বলেন, শরীরে নকল পাওয়ায় ছাত্রীকে বহিষ্কারের পর খাতা ও নকল কেন্দ্র সচিব জয়নাল আবেদিনের কাছে জমা দেওয়া হয়েছে, তাকে কোন ধরনের বকাঝকা করা হয়নি।
তিনি আরো বলেন, নকলের দায়ে সোনাগাজী সরকারী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার তিন জন ও জেনারেল শাখার দুই জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের পর তার সন্ধানে পুলিশ কাজ করছে।