৬৫ বছরের উর্ধ্বে সবাইকে বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র

৬৫ বছরের উর্ধ্বে এবং উচ্চঝুঁকিতে থাকা লোকজনকে ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কেবল ৬৫ বা তার অধিক বয়সীদেরই বুস্টার ডোজ দেওয়া হবে। যদিও এফডিএ’র প্যানেল গণহারে বুস্টার ডোজ প্রদান প্রত্যাখ্যান করেছে।

আগামী সপ্তাহ থেকে করোনার ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছিল বাইডেন প্রশাসন। এ কারণে ফাইজার গণহারে বুস্টার ডোজ প্রদানের জন্য আবেদন করে। কিন্তু এফডিএ’র প্যানেল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধু বয়স্ক ও উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিকদের তৃতীয় ডোজ প্রদানের সুপারিশ করেছে।

হোয়াইট হাউজের প্রেসসচিব জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, আমরা আগ্রহীদের এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানাবো, যেখানে আমাদের একটাই লক্ষ্য কোভিড-১৯ নিয়ন্ত্রণ করা।

ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এবং প্যানেল সদস্য ড. পল ওফিট বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ব্যাপক পরিসরে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এফডিএর প্যানেল আমেরিকানদের গণহারে বুস্টার ডোজ প্রদান প্রত্যাখ্যান তা সম্ভব হচ্ছে না।

Share this post

scroll to top