ভাসানচর থেকে পালাতে গিয়ে ১৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ রোহিঙ্গা নাগরিক।

আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ রোহিঙ্গাকে আটক করেছেন। আটক রোহিঙ্গাদের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share this post

scroll to top