বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও প্রহসনের মামলায় একবছর ধরে কারাবন্দি করে রাখার প্রতিবাদে শনিবার রংপুরে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।
দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কারমাইকেল কলেজের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা সেক্রেটারি রইচ আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়েই তাকে মিথ্যা ও প্রহসনের বিচার করে একবছর ধরে কারাবন্দি রেখেছে। এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা হবে।