ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৫ জন বিভিন্ন রকমের করোনা উপসর্গে মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার ২ জন করে এবং টাঙ্গাইল ও গাজীপুর জেলার ১ জন করে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যাক্তিদের মধ্যে দুই জন নারী এবং চারজন পুরুষ। চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগষ্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যাক্তিদের মাঝে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনালিসা (২৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ময়মনসিংহের ভালুকা উপজেলার শাহাদাত হোসাইন (২৮), নেত্রকোণা সদরের রবি চন্দ্র (৬৫) ও আরোজ আলি (৮০), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আব্দুল খালেক (৬০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রুবাইয়া (২৯) বিভিন্ন রকমের করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ শুক্রবার সকাল পর্যন্ত ৯২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া বৃহষ্পতিবার সুস্থ হয়ে ২৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৭৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ১২ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৮৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এক হাজার ৯৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।