চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ভেসে উঠেছে রবিন (২) নামে এক শিশুর লাশ। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন গন্ধ্যর্বপুর ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা।
রবিন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নে গন্ধ্যর্বপুর সাহেব বাড়ির তাজুল ইসলামের ছেলে। সে ছিল তাদের তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
নিহত রবিনের মা কাজল বেগম জানান, সকাল থেকে রবিনকে খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর দুপুরে তাকে পাশের পুকুরে ভেসে উঠতে দেখা যায়।
এলাকাবাসী মৃতদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করতে বলা হয়েছে।