নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১

ময়মনসিংহের নান্দাইলের রাজগাতি ইউনিয়নের পাঁছরিল্লা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম সন্ধ্যায় হাসপাতালে মারা যান। তিনি ওই এলাকার মো. আমীর হোসেনের ছেলে।

জানা যায়, মো. শাহিন ও আশরাফুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মীমাংসার জন্য বেশ কয়েকবার সালিসও বসে। কিন্তু আশরাফুলের লোকজন এই মীমাংসা না মেনে দাপট দেখিয়ে আসছিল। বুধবার ওই জমিতে যান আশরাফুল ও তাঁর ভাই এরশাদুল। জমি চাষ করতে চাইলে এতে বাধা দেন শাহিনরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মারামারি শুরু হলে গুরুতর আহত হন উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন। তাদের মধ্যে আশরাফুল ও এরশাদুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সন্ধ্যায় আশরাফুলের মৃত্যু হয়।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this post

scroll to top