ময়মনসিংহের হালুয়াঘাটে জোয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করায় বিএসএফের হাতে ধরা পড়েছে নাজমুল হোসেন (৩৫) নামে এক জুয়াড়ি। এঘটনায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই যুবককে ফেরত দেয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন গোবড়াকুড়া ক্যাম্পের সুবেদার বাবুল হোসেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোবড়াকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই যুবককে ফেরত দেয় বিএসএফ। নাজমুল হোসেন উপজেলার গোবড়াকুড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
গোবড়াকুড়া ক্যাম্পের সুবেদার বাবুল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার দিকে নাজমুলসহ কয়েকজন জুয়াড়ি সীমান্তের কাছে জুয়া খেলছিলেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে নাজমুল ভারত সীমান্ত পার হলে বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফের সঙ্গে গোবড়াকুড়া সীমান্তে বিজিবির পতাকা বৈঠক হলে তারা নাজমুলকে ফেরত দেয়।
তিনি আরও বলেন, নাজমুলকে হালুয়াঘাট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
তবে হালুয়াঘাট থানার ওসি মো. শাহীনুজ্জামান খান বলেন, এই ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই।