ভৈরবে রফিকুল ইসলাম রফিক নামে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চন্ডিবের এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বাবার নাম তমিজ উদ্দিন এবং বাড়ি চন্ডিবের গ্রামে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে ভৈরব থানার একটি হত্যা মামলায় ২০১৭ সালে আদালত তাকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।