বরিশালে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের কীর্তনখোলা নদী তীর এলাকা এবং নদীবন্দরের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

বুধবার দুপুরে নদীর তীর ঘেঁষে ও নদী বন্দরের জায়গায় অন্তত ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীবন্দর সংলগ্ন এবং এর পার্শ্ববর্তী বান্দ রোড এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পুলিশ, নৌ-পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টিম গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অবৈধ দখলদারদের তালিকা হয়েছে, এখন অভিযান চলবে।

অভিযান শুরু হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অবৈধ দখলদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থা নেয় পুলিশ ও প্রশাসন। বেলা ১১টা থেকে ২ ঘণ্টার এ অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ফেলা হয়। এর আগে এসব স্থানের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর বলেন, নদীবন্দর ও নদী তীর এলাকায় থাকা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পদ উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this post

scroll to top