কয়েকঘণ্টার ব্যবধানে পরস্পরের দিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দুই কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিতের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয় উপদ্বীপের অস্ত্রের প্রতিযোগিতার বিষয়টিই নতুন করে সামনে নিয়ে এলো।
বিবিসি এক প্র্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে দুইটি দূরপাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এর কয়েক ঘণ্টা পরে, দক্ষিণ কোরিয়া তাদের প্রথম সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
এসএলবিএম নামে পরিচিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অবশ্য পূর্ব পরিকল্পিত ছিল। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে ওই পরীক্ষা করা হয়নি।এই পরীক্ষার মাধ্যমে এই ধরনের প্রযুক্তি সম্পন্ন সপ্তম দেশ হিসেবে নাম লেখায় দক্ষিণ কোরিয়া।
এদিকে, গত চার দিনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।এর আগে গত সোমবারই নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়।