হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি হত্যাকাণ্ডে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির হাত থাকতে পারে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টকে হত্যার দিন প্রধান সন্দেহভাজন জোসেফ ফ্লেক্স বাদিও’র সঙ্গে ফোনে কথা বলেছিলেন হেনরি- এমন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটর বেডফোর্ড ক্লদে। ফ্লেক্স বাদিওর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছিলো এ বিষয়ে ব্যাখা চেয়েছেন তিনি।

প্রেসিডেন্ট মোইসি হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজনের সঙ্গে হেনরির ফোনে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে প্রধানমন্ত্রী হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন প্রসিকিউটর ক্লদে। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও জিজ্ঞাসাবাদের মতো যথেষ্ট তথ্য প্রমাণ আছে।

এরইমধ্যে প্রসিকিউটর ক্লদে একাধিক হুমকি পাওয়ায় তার সুরক্ষা নিশ্চিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইতির বিচারমন্ত্রী।

উল্লেখ্য, গত ৭ জুন ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি চালিয়ে হত্যা করে। হাইতির প্রেসিডেন্টের বাড়িতে হামলায় আহত হন ফার্স্টলেডি মার্টিন মোইসি। এ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন।

Share this post

scroll to top