শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের নিরাপত্তা কর্মী আটক

সিলেটে শিশু (৮) ধর্ষণের অভিযোগে নাজমুল হাসান (৩৭) নামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

ধর্ষণের শিকার শিশুকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। নাজমুলের বাড়ি নরসিংদীর রায়পুরা থানা গোপীনাথপুর গ্রামে। তিনি সিলেট রেল স্টেশনে কর্মরত।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল তালুকদার জানান, শিশুটির মা গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি ফুলের মালা বিক্রি করতো। সোমবার সকালে মালা বিক্রির জন্য স্টেশনে যায়। সেখান থেকে তাকে বাসায় নিয়ে ধর্ষণ করে নাজমুল। দুপুরের দিকে ভয়ভীতি দেখিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। পরে বাসার সামনে অচেতন অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় নিয়ে আসে। তাকে ওসমানী মেডিক্যালের ওসিসিতে পাঠানো হয়। পরে রাতে নাজমুলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় থানায় ভুক্তভোগী শিশুর মা মামলার প্রস্তুতি নিচ্ছেন। আজ বিকালে নাজমুলকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

Share this post

scroll to top