নদীতে গোসলে নেমে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর পারভেজ হোসেন (২২) ও মিনি আকতার (১৮) দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পারভেজ হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা। মিনি আক্তার সোমা তার স্ত্রী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গত শনিবার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসেন পারভেজ ও মিনি। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে আত্রাই নদীতে গোসলে নেমে দুই জনই নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারে চেষ্টা চালায়।

তিনি আরও বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। এরপর আজ সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল সাড়ে ৯টার দিকে রামচন্দ্রপুর খেয়াঘাটের ৫০০ গজ দূর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Share this post

scroll to top