জামালপুরের মাদারগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে লাল মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে মাদারগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। লাল মিয়া ওই এলাকার মাফুল মোল্লার ছেলে।
পুলিশ সূূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত লাল মিয়া তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে কটূক্তিমূলক কথা লেখেন। পরে বিষয়টি চরপাকেরদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছের নজরে এলে বাদী হয়ে তিনি লাল মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
ছাত্রলীগের নেতা আনিছুর রহমান আনিছ বলেন, `আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আমরা আহত হয়েছি। নেত্রীর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই বাদী হয়ে মামলা করেছি।’
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সমর্থক। শনিবার সকালে তাঁকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।