ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তামিমের ব্যাটিংয়ের কাছে হেরেছি : সাকিব

Link Copied!

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১০টি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ১৪১ রান করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটিং নৈপুণ্যে ঢাকাকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিপিএলে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। তাই তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই দল ফাইনালে হেরেছে বলে মনে করেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তামিম অবিশ্বাস্য ইনিংস খেলেছে। দুটি বিপিএলের ফাইনালে গেইল ও তামিমের ইনিংস আমাদের হারের সবচেয়ে বড় কারণ। আসলে তামিমের ওমন ইনিংসের কাছেই আমরা হেরে গেছি।’

টানা দু’বার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি সাকিবের ঢাকা ডায়নামাইটস। তাই হতাশা ঝড়েছে সাকিবের কণ্ঠে, ‘অবশ্যই হতাশার। ফাইনালে এসে হেরে যাওয়া কষ্টকর। শেষ তিনটা ফাইনাল পর পর খেললাম। প্রথমটা জিতেছি, শেষের দু’টা হেরেছি। তবে তামিম-গেইলের মত ইনিংস থাকলে কিছুই করার থাকে না। গতবার গেইলের ১৪৬ রান, এবার তামিমের ১৪১ রানের কাছে হারলাম আমরা।’

২০০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও উপুল থারাঙ্গা ১০১ রানের জুটি গড়েন। এতে বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ দখলে নিয়েছিল ঢাকা। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় ম্যাচটি হারতে হয় ঢাকাকে।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল। ২০০ রানের টার্গেট পেয়েও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বসী ছিলাম। ১১ ওভারে ১ উইকেটে ১০২ রানও করে ফেলেছিলাম। ৯ ওভারে বাকি ৮০ রান ৯ উইকেট হাতে করতে হতো। এ অবস্থায় জয় পাওয়া সম্ভব ছিল। থারাঙ্গাকে হারিয়ে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি। এরপর আমার ও রনির আউট গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আজকের ম্যাচে আমি, পোলার্ড, রাসেল, নারিন মিলে ২০ রানও করতে পারিনি। আমাদের ওপর দলটা অনেক নির্ভর করে। সেইদিক থেকে আমরা ব্যর্থ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।