টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ওই কক্ষের গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার ভোরে দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, ভোর ৫টার দিকে ওই কক্ষে থাকা ফ্রিজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধোয়ার কুণ্ডুলি দেখে ইউনিয়ন পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে তার আগেই ওই কক্ষে থাকা একটি ফ্রিজ, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু বলেন, তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে অবহিত করি। কিন্তু টাঙ্গাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তবে গত ৯ সেপ্টেম্বর পরিষদের দ্বি-বার্ষিক অডিট কোনো প্রকার আপত্তি ছাড়াই সম্পন্ন হয়েছে।
অডিট কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের দ্বি-বার্ষিক অডিট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। অডিটে কোনো প্রকার অসঙ্গতি দেখা যায়নি।
বক্তব্য নেওয়ার জন্য টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন দিলে দায়িত্বরত কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।