লক্ষীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লক্ষীপুর প্রতিনিধি: কোভিড-১৯ ও তৎপরবর্তী সময়ে সাক্ষরতার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও পুনরুদ্বারে আইসিটির ব্যবহার বৈষম্য নিরসনের গুরুত্ব এমন প্রতিপাদ্য কে সঙ্গে ৮ সেপ্টেম্বর (বুধবার) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ল²ীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুর-ই আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষীপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহী সানী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াছমিন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুনুর রশিদ, আসাদুজ্জামান চৌধুরী, শামছুল আলম লিটু প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর এ বিশে^ দেখা যায় যে জাতি যতো শিক্ষিত, সে জাতি তত উন্নত ও ক্ষমতাবান। সাক্ষরতাই শিক্ষার প্রথম সোপান, সাক্ষরতা অর্জনের মাধ্যমে মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়, মানুষ সচেতন হয়, স্বনির্ভর হয়, জন্মহার কমে, স্বাস্থ্য সূচকের উন্নয়ন ঘটে। গড় আয়ু বুদ্ধি পায় এবং অর্থনেতিক প্রবৃদ্ধি ঘটে।

Share this post

scroll to top