সর্বোচ্চ রান রুশোর, উইকেট সাকিবের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন রিলি রুশো ও সর্বাধিক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।

বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রিলি রুশো। ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৫৮ রান করেছেন তিনি।

দ্বিতীয়স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন তামিম।

তবে স্থানীয়দের মধ্যে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিমের পরপরই আছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩ ম্যাচে ৪২৬ রান করেছেন মুশফিক।

আর বোলিং করে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। ২২ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে যৌথভাবে রয়েছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ, রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ঢাকার পেসার রুবেল হোসেন।

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়

রিলি রৌসু (রংপুর রাইডার্স) ১৪ ১৩ ৫৫৮ ৬৯.৭৫

তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১৪ ১৪ ৪৬৭ ৩৮.৯১

মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস) ১৩ ১৩ ৪২৬ ৩৫.৫০

নিকোলাস পুরান (সিলেট সিক্সার্স) ১১ ১১ ৩৭৯ ৪৭.৩৭

লরি ইভান্স (রাজশাহী কিংস) ১১ ১১ ৩৩৯ ৩৭.৬৬

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৫ ১৫ ৫৬.০ ৪০৬ ২৩

তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) ১২ ১২ ৩৭.১ ৩১৮ ২২

মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) ১৪ ১৪ ৫৫.০ ৩৮৭ ২২

রুবেল হোসেন (ঢাকা ডায়নামাইটস) ১৫ ১৫ ৫২.৪ ৪০৭ ২২

মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১৩ ১৩ ৪৬.০ ৩৫৬ ২০

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top