ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৩০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
রোববার দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়াহাট বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকান মালিকরা জানান, রাত ১টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০-৮০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বাজারে প্রবেশ করে। বাজারে প্রবেশ করেই নিরাপত্তাকর্মী ও বিভিন্ন দোকানের কর্মচারীকে মারধর করে।
এ সময় ডাকাতরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে রাখে। ডাকাতরা এ সময় ১৯টি দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার লুট করে নৌকায় নিয়ে চলে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।