ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। বর্ধিত সভা শুরুর আগে গফরগাঁও আসনের এমপি বাবেল গোলন্দাজের অনুসারীরা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর সমর্থক যুবলীগ নেতা মো. রচির সমর্থকদের মধ্যে স্লোগান নিয়ে হাতাহাতি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়।
রবিবার বিকেল ৩টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের প্রায় ৬৫জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য মোট চারজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং জেলার সকল উপজেলা কমিটির সম্মেলন বিষয়ক তিনটি টিম করার জন্য আলোচনা হয়।
সরেজমিনে দেখা যায়, বর্ধিত সভাকে কেন্দ্র করে বিকেল ৬টার দিকে গফরগাঁও আসনের এমপি বাবেল গোলন্দাজের অনুসারীরা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর সমর্থক যুবলীগ নেতা মোঃ রচির সমর্থকদের মধ্যে স্লোগান নিয়ে হাতাহাতি হয়। এসময় সিটি কর্পোরেশন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গফরগাঁও আসনের এমপি বাবেল গোলন্দাজ, গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদ, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন তুহিন, হালুয়াঘাট ধোবাউড়া আসনের এমপি জুয়েল আরেং, ভালুকার এমপি কাজিম উদ্দিন ধনুসহ জেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।