গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস চাপায় কোরবান সর্দার (১১) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের টুঙ্গিপাড়ার মালেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের নাসির সর্দারের ছেলে।
নিহত কোরবান সর্দার একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ও মালেকের বাজার এলাকায় জাতীয় মানব কল্যান মিশন পরিচালিত প্রতিবন্ধী পুণর্বাসন বিশেষ শিক্ষা স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগাতী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস ওইস্থানে কোরবান সর্দারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।