ময়মনসিংহ বিআরটিএ অফিসে র‍্যাবের অভিযান: ১৪ দালাল আটক

ময়মনসিংহের বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ রবিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ১৪ দালালের মধ্যে ১১জনকে জরিমানা প্রদান করেন। আর বাকি ৩জনকে মুচালেকায় স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ছেড়ে দেয়া ৩জন মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য। আটকৃতরা হলেন ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজওয়ান, জুয়েল, মো: রনি মিয়া , শহিদুল ইসলাম, ফয়েজ, মোফাজ্জল, বানু সেন, স্বপন, শাহাজাদা ও জাহাঙ্গীর আলম।

মেজর আখের মোহাম্মদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিআরটিএ কার্যালয় থেকে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ফিটনেস সনদ দ্রুত ও সহজে দেয়ার কথা বলে ভোক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতো।

সংশোধনী: আটককৃতদের মধ্যে একজন ছিলেন রনি মিয়া, কিন্তু উল্লেখিত রিপোর্টে ভুল বশত আক্তারুজ্জামান রনি উল্লেখ করা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ময়মনসিংহ লাইভ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে। ময়মনসিংহ লাইভ কর্তৃপক্ষ ইতোমধ্যে আটকের পর মুছালেখা দিয়ে ছাড় পাওয়া রনি মিয়ার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন তার নাম মো. রনি মিয়া।

Share this post

scroll to top