ফুলপুরের গার্মেন্টসকর্মীর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরের গার্মেন্টসকর্মী গৃহবধূ সালমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। সালমা ময়মনসিংহের ফুলপুরের কাইছাপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে খিলক্ষেত মধ্যপাড়া (বালুর মাঠ) ভাড়া বাসা থেকে সালমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) উম্মে কুলসুম। ময়নাতদন্ত শেষে সালমার ভাই আজাহারুল ইসলাম লাশ ময়মনসিংহে নিয়ে আসেন বলেও জানান তিনি।

মৃতের ভাই আজাহারুল ইসলাম বলেন, সালমার ৭/৮ মাস আগে সজীবের সঙ্গে বিয়ে হয়। সালমা গার্মেন্টসে কাজ করতো। তার স্বামী ওেই এলাকায় ইন্টারনেটের কাজ করতো। প্রথমে তাদের সংসার ভালোই চলছিল। তবে সম্প্রতি সজীব তাকে মানসিক নির্যাতন করতো। তার দাবি, সালমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যার কথা বলছে সজীব।

তবে স্বামীর দাবি, মধ্যরাতে তার অগোচরে ঘড়ের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সালমা।

Share this post

scroll to top