চিকিৎসার নামে গৃহবধূকে পল্লী চিকিৎসকের ধর্ষণ

চিকিৎসা নিতে আসা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফরিদ হোসেন নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফরিদকে করে। শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফরিদ ফার্মেসিতে আসতেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ওই ফার্মেসিতে আসলে ইনজেকশন দেওয়ার কথা বলে তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফরিদ। তার মুখ চেপে ধরে ভয়ভীতি দেখায়। কাউকে কিছু না বলে বাড়ি ফিরে বিষয় পরিবারের লোকজনকে জানান ভুক্তভোগী। পরে পরিবারের সিদ্ধান্তে গতকাল সন্ধ্যায় থানায় মামলা করেন।

এ বিষয়ে ফরিদের ভাই টিপু সুলতান বলেন, এটা একটা সাজানো নাটক। আমার ভাইকে ফাঁসাতে এই ঘটনা সাজানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর সত্য বের হয়ে আসবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ধর্ষণের শিকার গৃহবধূর করা মামলায় ফরিদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top